'শত্রুর হুমকি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী নজিরবিহীনভাবে প্রস্তুত'
(last modified Tue, 03 Oct 2017 12:19:52 GMT )
অক্টোবর ০৩, ২০১৭ ১৮:১৯ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল নওজার নেয়ামাতি
    ব্রিগেডিয়ার জেনারেল নওজার নেয়ামাতি

ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওজার নেয়ামাতি বলেছেন, শত্রুর হুমকি মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্রের ইরানের পদাতিক বাহিনী নজিরবিহীনভাবে প্রস্তুত রয়েছে।

ইরানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে চলমান সামরিক মহড়া 'হায়দারে কারারের' তৃতীয় পর্যায়ের প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের বাহিনী দেশটির দূরবর্তী যেকোনো সীমান্তে সব সামরিক সরঞ্জামসহ ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবে।

'হায়দারে কারার' মহড়ার মাধ্যমে ইরানের শত্রুদেরকে বার্তা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইরানের পশ্চিম এবং উত্তরপশ্চিম সীমান্তে এ মহড়ার মাধ্যমে ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মধ্যে পুরোপুরি সংহতি, সমন্বয় এবং সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে।

গত মাসের ২৪ তারিখ থেকে এ মহড়া শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শত্রুর মোকাবেলায় ইরানের সক্ষমতা তুলে ধরার লক্ষ্যে পশ্চিমাঞ্চলীয় সীমান্তে এ মহড়া শুরু করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩

 

ট্যাগ