সুন্নি আলেম মৌলভি হোসাইনপুরের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতার শোক
-
হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ এক বার্তায় বিখ্যাত সুন্নি আলেম, মৌলভি মুহাম্মাদ ইউসুফ হোসাইনপুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সুন্নি মাজহাবের এই আলেমের মৃত্যুতে সর্বোচ্চ নেতা ওই শোক বার্তায় "গোশ্ত" ও "সারাভনের" জনগণের প্রতি এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার ও তাঁর ছাত্রদের প্রতি সমবেদনা জানান।

হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সিস্তান-বেলুচিস্তান প্রদেশের আহলে সুন্নাত বিষয়ক প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সোলায়মানি সর্বোচ্চ নেতার ওই শোক বার্তা মরহুমের পরিবারের কাছে পৌঁছে দেন।
মরহুম মৌলভি মুহাম্মাদ ইউসুফ হোসাইনপুর ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের শায়খুল হাদিস ছিলেন। ওই অঞ্চলের বেশিরভাগ সুন্নি আলেমের শিক্ষক ছিলেন তিনি।
মরহুম মৌলভি হোসাইনপুর রাসুলে খোদা (সা) এর সুন্নাত এবং কুরআনের শিক্ষা প্রচারেই তাঁর জীবন কাটিয়েছেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২৬