ইরাকি সরকার ও জনগণের পাশে থাকবে ইরান: জাহাঙ্গিরি
(last modified Thu, 26 Oct 2017 10:40:20 GMT )
অক্টোবর ২৬, ২০১৭ ১৬:৪০ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি এবং ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি এবং ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি

ইরাকের আধা-স্বায়ত্বশাষিত কুর্দিস্তান অঞ্চল ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটকে বড় ধরনের বিশৃঙ্খলা হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। একই সঙ্গে তিনি বলেন, এ সংকট অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারতো। তবে এটি ইরাকের অভ্যন্তরে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সমাধান করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) তেহরান সফররত ইরাকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জাহাঙ্গিরি উগ্র গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য সফলতা অর্জনের জন্য ইরাকের সরকার ও জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইরাকি সরকারের সুষ্ঠ ব্যবস্থাপনা, ধর্মীয় নেতাদের বুদ্ধিদীপ্ত ভূমিকা এবং দেশটির বিভিন্ন সম্প্রদায়ের যোদ্ধাদের কারণে বাগদাদ আজ  দায়েশের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে।  

ইরাকে তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে তেহরান শুরু থেকেই দেশটির সরকার ও জনগণের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গিরি। একই সঙ্গে তিনি বলেন, ইরাক পুর্নগঠনের কাজে ভবিষ্যতে দেশটির সরকার ও জনগণের পাশে থাকবে তেহরান। 

তিনি বলেন, "সকল কুর্দি জনগণই ইরাকের নাগরিক এবং দেশটির সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করার অধিকার তাদের রয়েছে। কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠিত হওয়ার পর থেকেই ইরাকের সরকার ও জনগণের পাশে রয়েছে ইরান। একই সঙ্গে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে সুর মিলিয়ে তেহরান বলে আসছে, সব ইস্যুতেই ইরাকের কেন্দ্রী সরকারে সাথে সহযোগিতা করতে হবে।"

পার্সটুডে/বাবুল আখতার/২৬   

 

 

 

ট্যাগ