‘যেকোনো মূল্যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা হবে’
(last modified Fri, 27 Oct 2017 13:23:58 GMT )
অক্টোবর ২৭, ২০১৭ ১৯:২৩ Asia/Dhaka
  • খুতবা দিচ্ছেন আয়াতুল্লাহ ইমামি-কাশানি
    খুতবা দিচ্ছেন আয়াতুল্লাহ ইমামি-কাশানি

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন বিশিষ্ট আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি-কাশানি।

আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খুতবায় ইরানের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইরানের সাহসী ও শাহাদাতপিয়াসী জনগণের সঙ্গে ভদ্রজনোচিত পন্থায় পেরে না উঠে মার্কিন প্রেসিডেন্ট শিষ্টাচার বহির্ভূত পন্থায় তেহরানকে আক্রমণ করে কথা বলছেন। এ ধরনের বক্তব্য দিয়ে ট্রাম্প নিজের আত্মসম্মানবোধকে প্রশ্নবিদ্ধ করেছেন বলেও মন্তব্য করেন আয়াতুল্লাহ ইমামি-কাশানি।  

তেহরানের জুমার নামাজের মুসল্লিদের একাংশ (আজকের ছবি)

একইসঙ্গে তিনি ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির সাম্প্রতিক তেহরান সফর ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন, আমেরিকাকে বিশ্বাস করা ইরাকের উচিত হবে না। কারণ, এখন পর্যন্ত যেসব দেশ আমেরিকাকে বিশ্বাস করেছে সেসব দেশ ধ্বংস হয়ে গেছে।

উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীর বিজয়ে বাগদাদকে অভিনন্দন জানিয়ে আয়াতুল্লাহ ইমামি-কাশানি বলেন, ইরাকের আলেম সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনাবাহিনী ও গণবাহিনী এই বিজয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭

ট্যাগ