তেহরানে ২৩ তম প্রেস মেলার পর্দা উঠলো আজ
https://parstoday.ir/bn/news/iran-i47956-তেহরানে_২৩_তম_প্রেস_মেলার_পর্দা_উঠলো_আজ
তেহরানের বৃহত্তম নামাজের স্থান ইমাম খোমেনি (রহ) মোসাল্লায় তেইশতম প্রেস এক্সিবিশনের পর্দা উঠেছে আজ। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গিরি আনুষ্ঠানিকভাবে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৮, ২০১৭ ২০:৫১ Asia/Dhaka
  • ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গিরি
    ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গিরি

তেহরানের বৃহত্তম নামাজের স্থান ইমাম খোমেনি (রহ) মোসাল্লায় তেইশতম প্রেস এক্সিবিশনের পর্দা উঠেছে আজ। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গিরি আনুষ্ঠানিকভাবে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে এবারের ২৩ তম প্রেস মেলার শ্লোগান হলো " স্বাধীন গণমাধ্যম, সামাজিক সংহতি,জাতীয় উন্নয়ন"।

তেরো হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত বিশাল এই মেলায় অন্তত ছয় শ টি স্টলে ৯৪০ গণমাধ্যম প্রতিনিধি যোগ দিয়েছেন। চারটি মহাদেশ থেকে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এই মেলায় অংশগ্রহণ করেছেন।

প্রেস এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতির একাংশ

মেলায় আয়োজিত বিভিন্ন বৈঠকে তারা গণমাধ্যম বিষয়ে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে মত বিনিময় করেন।

আগামি ৩ নভেম্বর পর্যন্ত এই প্রেস মেলা চলবে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৮