সবাইকে ধন্যবাদ, আপাতত আমরাই পারব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Tue, 14 Nov 2017 09:21:50 GMT )
নভেম্বর ১৪, ২০১৭ ১৫:২১ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজস্ব শক্তি ও সামর্থ্য দিয়েই আপাতত সংকট মোকাবেলা করতে পারবে বলে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। অনেক দেশই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার প্রস্তাব দিয়েছে বলে তিনি জানিয়েছেন। যেসব দেশ, সংস্থা ও ব্যক্তি সমবেদনা জানিয়েছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাওয়াদ জারিফ।

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ (মঙ্গলবার) সকালে এক টুইট বার্তায় মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, বর্তমানে আমাদের নিজেদের যে সামর্থ্য রয়েছে তা দিয়েই সংকট নিয়ন্ত্রণ করতে পারব।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন

ইরানের পশ্চিমাঞ্চলে রোববার রাতের ভূমিকম্পে এ পর্যন্ত ৪৩০ জন নিহত ও সাত হাজার ৩৭০ জন আহত হয়েছে। মূল ভূমিকম্পের পর গত দুই দিনে সেখানে ১৯৩ বার কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতারা ‌ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন। অনেকেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন। 

ইরানের সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানগুলো দ্রুতগতিতে ত্রাণ তৎপরতা চালাচ্ছে। অনেক আতঙ্কগ্রস্ত মানুষ এখনও ঘরের বাইরে অবস্থান করছেন। তাদের জন্য মানসম্পন্ন তাবুর ব্যবস্থা করা হয়েছে। পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও পুরোপুরি সচল করার চেষ্টা চলছে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪

ট্যাগ