ইসরাইলি পরমাণু অস্ত্র গোটা বিশ্বের জন্য হুমকি: ইরান
(last modified Sat, 25 Nov 2017 01:00:53 GMT )
নভেম্বর ২৫, ২০১৭ ০৭:০০ Asia/Dhaka
  • আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি রেজা নাজাফি
    আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি রেজা নাজাফি

ইহুদিবাদী ইসরাইলের পরমাণু অস্ত্র কর্মসূচিকে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি রেজা নাজাফি শুক্রবার এই সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকে এ মন্তব্য করেছেন।

তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষ থেকে বারবার ইসরাইলের পরমাণু অস্ত্র কর্মসূচির নিন্দা জানানোর কথা উল্লেখ করে বলেন, আইএইএ’র পক্ষ থেকে ইহুদিবাদী সরকারের পরমাণু কর্মসূচির ওপর কঠোর নজরদারি চালাতে হবে।

নাজাফি বলেন, কিছু পশ্চিমা দেশের অন্ধ সমর্থন পেয়ে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করছে। তেল আবিব আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করে পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ইহুদিবাদী ইসরাইলের 'দিমুনা' পরমাণু স্থাপনা

ইহুদিবাদী ইসরাইলের সামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতি ও রাজনৈতিক খেলার তীব্র সমালোচনা করেন আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন, ইসরাইলের পরমাণু বিজ্ঞানীরা পশ্চিমা দেশগুলোর পারমাণবিক স্থাপনায় অবাধে যাতায়াত করছেন যদিও তেল আবিব পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি চুক্তিতে সই করেনি।

অথচ ইরানের মতো যেসব দেশ এনপিটিতে সই করেছে ইহুদিবাদী ইসরাইল সেসব দেশের পরমাণু বিজ্ঞানীদেরকে গুপ্তচর লেলিয়ে দিয়ে হত্যা করছে। আন্তর্জাতিক সমাজ এ ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে বলে নাজাফি অভিযোগ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫

 

ট্যাগ