'দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইরান সরকার ব্যবস্থা নেবে'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রশাসন দেশে বেড়ে চলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছে। বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে ইরানের কয়েকটি শহরে বিক্ষোভ অনুষ্ঠানের পর এ প্রতিশ্রুতি ব্যক্ত করল ইরানি প্রশাসন।
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বর্তমান প্রশাসনের অর্থনৈতিক অর্জনে নানা প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। তিনি বলেন, কিছু কারণে কয়েকটি পণ্যের দাম বেড়েছে এবং প্রত্যেকটির পেছনে আলাদা কারণ আছে। তবে সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, কিছু গ্রুপ অর্থনীতিকে ইস্যু করে সরকারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এর সঙ্গে জড়িতদের শিগগিরি খুঁজে বের করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পণ্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে গত কয়েকদিনে রাজধানী তেহরান ও মাশহাদসহ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা অর্থনৈতিক সংকট নিরসনের জন্য প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে দাবি করেছেন। অনুমতি ছাড়া বিক্ষোভ করার কারণে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ বলেছে, আটক ব্যক্তিরা সরকারি সম্পত্তি নষ্টের চেষ্টা করছিল। তবে পুলিশ যথেষ্ট ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০