ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আঘাত হানতে চায় ইরানের শত্রুরা: কাশানি
(last modified Fri, 16 Mar 2018 13:51:56 GMT )
মার্চ ১৬, ২০১৮ ১৯:৫১ Asia/Dhaka
  • জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি
    জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি

ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ওপর আঘাত হানার চেষ্টা করছে শত্রুরা।

আর ওই আঘাত হানার জন্য ইসলামী ইরানের শত্রুরা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ষড়যন্ত্রসহ নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে তিনি মন্তব্য করেছেন। 

আজ তেহরানে জুমা নামাজের খুতবায় এ মন্তব্য করেন তিনি। 

আয়াতুল্লাহ কাশানি বলেন, শত্রুরা ইরানে উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক বিষয়গুলোর ওপর চাপ সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা ইসলামী ইরানের বিচার বিভাগ, সংসদ ও নিরাপত্তা বাহিনীগুলোর ওপরও আঘাত হানার ষড়যন্ত্র করছে বলে তিনি সতর্ক করে দেন। 

তিনি জনগণের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানে সক্রিয় প্রচেষ্টা চালাতে ইসলামী এই রাষ্ট্রের কর্মকর্তাদের আহ্বান জানান। 

জুমার ভাষণের আগে ইরানের নীতি নির্ধারণী পরিষদের অন্যতম সদস্য হুজ্জাতুল ইসলাম গোলাম রেজা মেসবাহি মোকাদ্দাম মুসল্লিদের সমাবেশে দেয়া বক্তব্যে বলেছেন, ইরানে রাজনৈতিক স্বাধীনতা পুরোপুরি বাস্তবায়ন হয়েছে যা ছিল জনগণের অন্যতম প্রধান দাবি।

বিশ্বের কোনো শক্তি ইরানি জাতির ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

জনাব মোকাদ্দাম আরও বলেছেন, এ অঞ্চলের কোনো কোনো দেশ যখন পরাশক্তিগুলোর কাছ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের অস্ত্র কিনছে তখন ইরানের সশস্ত্র বাহিনীগুলো প্রশিক্ষণ, প্রযুক্তি, অস্ত্র-শস্ত্র ও গোলা-বারুদের দিক থেকে এমন বিশেষ শক্তি অর্জন করেছে যে তারা অন্য শক্তিগুলোর ওপর নির্ভর না করেই শত্রুদের যে কোনো সামরিক অভিযানের প্রতিরোধক হয়ে আছে। #

পার্সটুডে/এমএএইচ/১৬
 

ট্যাগ