‘যুদ্ধের ময়দানের পরিবর্তে আলোচনার টেবিলে সমস্যার সমাধান খুঁজি’
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আলোচনা ও সংলাপের মাধ্যমে সব মতভেদ নিরসনের আহ্বান জানিয়েছেন। তিনি কাতারের আল-জাযিরা নেটওয়ার্কের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে এ আহ্বান জানান।
অভিন্ন স্বার্থের বিষয়গুলো বিবেচনা করে মতভেদ পরিহার করে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জারিফ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সত্যনিষ্ঠভাবে নিজের প্রতিবেশীদের দিকে সংলাপের হাত বাড়িয়ে দিচ্ছে।ইরান আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করতে চায় না- উল্লেখ করে জারিফ বলেন, "আসুন, যুদ্ধের ময়দানের পরিবর্তে আলোচনার টেবিলে মতপার্থক্যগুলোর অবসান ঘটাই।"
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে ইরানের নিরাপত্তা একই সুতায় গাঁথা রয়েছে; কাজেই সংঘাত সমস্যার কোনো সমাধান দিতে পারবে না।
মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যের সামরিক উপস্থিতির কথা তুলে ধরে মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, বিদেশি শক্তিগুলো সব সময় সমস্যা সমাধানের ক্ষেত্রে যুদ্ধকে অগ্রাধিকার দিয়েছে এবং এ অঞ্চলে একের পর এক যুদ্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসনের পথ প্রায় বন্ধ করে ফেলেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ মনেপ্রাণে বিশ্বাস করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংঘাতের চেয়ে ঐক্যের উপাদান অনেক বেশি রয়েছে। কিন্তু বাইরের স্বার্থান্বেষী চক্রগুলো সংঘাতের উপাদানকে উসকে দিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে চায়। তিনি তার নিবন্ধের শেষাংশে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেয় তাহলে ভবিষ্যত প্রজন্মগুলো উপকৃত হবে এবং তারা আর পরস্পরের দিকে চোখ রাঙিয়ে তাকাবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮