ইরানের অগ্রগতিতে আমেরিকা ক্ষুব্ধ: আয়াতুল্লাহ ইমামি কাশানি
(last modified Fri, 25 May 2018 10:19:09 GMT )
মে ২৫, ২০১৮ ১৬:১৯ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি
    আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, ইরানের উন্নয়ন ও অগ্রগতিতে মার্কিনীরা ক্ষুব্ধ ও বিরক্ত। এই ক্ষোভেই তারা মারা যাবে বলে তিনি মন্তব্য করেন।

আজ জুমার খুতবায় তিনি বলেন, শত্রুকে চিনতে হবে এবং তাদের ষড়যন্ত্রগুলো উপলব্ধি করতে হবে। ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে প্রমাণ করেছে মার্কিন নেতারা ইসলামের শত্রু। মুসলিম সমাজের প্রতি আঘাত হানাই তাদের টার্গেট বলে তিনি মন্তব্য করেন।

জনাব কাশানি বলেন শত্রুরা চায় মুসলিম উম্মাহ সবসময় নিরাপত্তাহীন ও অর্থনৈতিক সংকটের মধ্যে থাকুক। তারা জানে যে, ইসলামই একটি সমাজের উন্নয়ন, অগ্রগতি  সম্মান ও মর্যাদা বয়ে আনে। সে কারণেই এই ঐশী দ্বীনের ওপর তারা সবসময় আঘাত হানার অপচেষ্টা চালায়।

শত্রুদের সেইসব ষড়যন্ত্র মোকাবেলার উপায় হলো দৃঢ় ঈমানের ওপর ভিত্তি করে নিজস্ব সামর্থ ও বিশাল তরুণ সমাজের ঐক্যকে কাজে লাগানো।

ইসলামের শত্রুরা ধ্বংস হবে এবং ইসলামি উম্মাহর বিজয় নিশ্চিত বলে বিশিষ্ট এই আলেম মন্তব্য করেন।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৫

 

 

ট্যাগ