ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার
-
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সোমবার সন্ধ্যায় ইমাম খোমেনী (রহ.)’র মাজারে বিশাল জনসমাবেশে যে ভাষণ দিয়েছেন তা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছে।
পাকিস্তানের বহুল প্রচারিত দৈনিক ‘ডন নিউজ’ ও দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল ‘জিও টিভি’ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, তার দেশকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তার জবাব দেয়া হবে।
আজারবাইজানের বার্তা সংস্থা ‘ট্রেন্ড’ লিখেছে, ইরানের সর্বোচ্চ নেতা তার দেশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের একই সময়ে পরমাণু কর্মসূচি স্থগিত রাখতে বাধ্য করার ষড়যন্ত্রের ব্যাপারে ইউরোপকে সতর্ক করে দিয়েছেন।
আনাতোলি বার্তা সংস্থা ও স্টার নিউজ চ্যানেলসহ তুরস্কের বেশ কয়েকটি গণমাধ্যম বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ পুনরায় শুরু করার যে নির্দেশ দিয়েছেন তা পশ্চিমা দেশগুলোর জন্য বড় ধরনের সতর্ক বার্তা।

এ ছাড়া, বিবিসি, আল-জাযিরা, রাশাটুডে, এএফপি, রয়টার্স, স্কাইনিউজ, আল-আরাবিয়া, আল-আলম, আল-মায়াদিনসহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা ইউরোপকে সতর্ক করে দিয়ে বলেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ্য করার একই সময়ে ইরান পরমাণু তৎপরতাও স্থগিত রাখবে বলে ইউরোপ যে স্বপ্ন দেখছে তা কখনো বাস্তবায়িত হবে না।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সোমবারের ওই ভাষণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ ৯০ হাজার এসডাব্লিউইউতে উন্নীত করার প্রস্তুতি নিতে জাতীয় আনবিক শক্তি সংস্থার প্রতি নির্দেশ দেন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬