ইরানে ঈদ উদযাপিত; বিশ্বের মুসলমানদের প্রতি প্রেসিডেন্টের শুভেচ্ছা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (বুধবার) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। রাজধানী তেহরানসহ সারা দেশে ঈদের জামাতে ইরানসহ গোটা বিশ্বের মুসলমানদের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়েছে। ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম দেশগুলোর সরকার এবং মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে বার্তাও পাঠিয়েছেন। ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করে বলেছেন, বিশ্বের সব মুসলমান আল্লাহর সান্নিধ্য লাভে সক্ষম হবে এবং আপন গণ্ডি থেকে বেরিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে সহিংসতা, উগ্রতা ও বলদর্পিতার ওপর বিজয় লাভ করবে।
এর মধ্যদিয়ে মুসলমানদের মধ্যে শান্তি, স্থিতিশীলতা, ন্যায় চিবার ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা লাভ করবে বলে তিনি জানান।
ইরানের সংসদ স্পিকার আলী লারিজানিও ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন দেশের সংসদ স্পিকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন