এশিয়ান গেমস: ভারোত্তলনে সুপার হেভিওয়েটে চ্যাম্পিয়ন বেহদাদ সালিমি
ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমসে ভারোত্তলনে সুপার হেভিওয়েট ইভেন্টে প্রথম ও দ্বিতীয় হয়েছেন ইরানের দুই প্রতিযোগী। ভারোত্তলনে পুরুষদের ১০৫ কেজির বেশি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জেতেন বিশ্ববিখ্যাত ইরানি ভারোত্তলক বেহদাদ সালিমি।
জাকার্তায় আজ (সোমবার) ভারোত্তোলন প্রতিযোগিতায় স্ন্যাচে ২০৮ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ২৫৩ কেজি মিলিয়ে ৪৬১ কেজি তোলেন তিনি। ২০১২ সালের অলিম্পিকে স্বর্ণপদক জিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুরুষ হওয়ার মর্যাদা লাভ করেন সালিমি। এ নিয়ে এবারের এশিয়ান গেমসে ভারোত্তোলনে দু'টি স্বর্ণ জিতল ইরান। এছাড়া ভারোত্তলনে ইরান একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতেছে।
এর আগে গত শনিবার ভারোত্তলন প্রতিযোগিতায় পুরুষদের ৯৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ১৮৯ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ২২১ কেজি মিলিয়ে ৪১০ কেজি তোলেন ইরানি ভারোত্তলক সোহরাব মোরাদি স্ন্যাচে ১৮৯ কেজি উত্তোলন করে তিনি ১৯ বছর আগের একটি রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন। ১৯৯৯ গ্রিসের আকাকিওস কাকিয়াসভিলিস ১৮৮ কেজি তুলে ওই রেকর্ডটি গড়েছিলেন।
আজ ভারোত্তলনে পুরুষদের ১০৫ কেজি ঊর্ধ্ব বিভাগে রৌপ্য পদকটিও জিতেছে ইরান। ইরানের আরেক প্রতিযোগী সাঈদ আলী হোসেইনি স্ন্যাচে ২০৮ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ২৪৮ কেজি মিলিয়ে ৪৫৬ কেজি ওজন তুলেছেন। এ নিয়ে চলমান এশিয়ান গেমসে ইরান ১৭টি স্বর্ণ, ১৫টি রৌপ্য এবং ১৫টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন