নয়া অর্থমন্ত্রী নিয়োগ দিলেন প্রেসিডেন্ট হাসান রুহানি
-
রহমতউল্লাহ আকরামি
ইরানের সংসদ সাবেক অর্থমন্ত্রী মাসুদ কারবাসিয়ানকে ইমপিচ করার পর বিশিষ্ট অর্থনীতিবিদ রহমতউল্লাহ আকরামিকে নয়া অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
আকরামির নিয়োগপত্রে সই করার সময় প্রেসিডেন্ট রুহানি বলেন, নয়া অর্থমন্ত্রী সংবিধান অনুসরণ করে এবং ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে সাফল্যের সঙ্গে কাজ করবেন বলে তিনি আশা করছেন।
এর আগে রোববার ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামিতে ইমপিচমেন্টের ভোটাভুটিতে হেরে যান সাবেক অর্থমন্ত্রী মাসুদ কারবাসিয়ান। তাকে ইমপিচ করার পক্ষে ভোট পড়ে ১৩৭টি এবং বিপক্ষে ভোট দেন ১২১ জন সংসদ সদস্য।

গত ১৯ আগস্ট মাসুদ কারবাসিয়ানকে ইমপিচ করার জন্য একটি মোশন জাতীয় সংসদের স্পিকার প্যানেলে জমা দেয়া হয় যাতে ৩৩ জন সংসদ সদস্য সই করেন। দেশের অর্থনৈতিক খাতে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব ও প্রতিরোধমূলক অর্থনৈতিক নীতি বাস্তবায়নে ব্যর্থতাসহ বেশ কয়েকটি কারণ দেখিয়ে মাসুদ কারবাসিয়ানকে ইমপিচ করার উদ্যোগ নেয়া হয়।
ইরানের সংবিধান অনুযায়ী, আলাদাভাবে প্রেসিডেন্ট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জনগণ সরাসরি ভোটে তাদের প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদের নির্বাচিত করেন। এরপর প্রেসিডেন্ট ব্যক্তিগত বিবেচনায় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেন। কিন্তু মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে সংসদে আলাদা আলাদা আস্থাভোটে জয়ী হতে হয়। পরবর্তীতে কোনো মন্ত্রী কর্মদক্ষতা দেখাতে না পারলে সংসদ সদস্যরা তাকে ইমপিচ করতে পারেন।
ইমপিচমেন্টের শিকার মন্ত্রীর জায়গায় নতুন মন্ত্রী নিয়োগ দেয়ার জন্য প্রেসিডেন্ট তিন মাস সময় পান। প্রেসিডেন্ট হাসান রুহানি অবশ্য একদিনের মাথায় নয়া অর্থমন্ত্রী নিয়োগ দিলেন। রহমতউল্লাহ আকরামিকে এখন সংসদে আস্থাভোটে জয়ী হতে হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮