ইদলিবে বেসামরিক ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা হবে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i64049
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়ার ইদলিব প্রদেশ থেকে সন্ত্রাসীদের হটিয়ে দেয়ার ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৮ ০৫:৫৩ Asia/Dhaka
  • ইদলিবে বেসামরিক ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা হবে: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়ার ইদলিব প্রদেশ থেকে সন্ত্রাসীদের হটিয়ে দেয়ার ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

ইরান, রাশিয়া ও তুরস্কের শীর্ষ নেতাদের সিরিয়া বিষয়ক আসন্ন বৈঠক সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জারিফ একথা বলেন।

আগামী শুক্রবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে এ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিরিয়ার ইদলিব প্রদেশে নিজেদের জন্য অভয়ারণ্য গড়ে তুলেছে বেশ কয়েকটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী। তাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।

সম্প্রতি দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে আরো বলেন, ইদলিবের স্পর্শকাতর পরিস্থিতির বিবেচনায় সন্ত্রাসীদের ওই প্রদেশ থেকে বের করে দেয়ার ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের প্রাণহানি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। ইরান এ বিষয়ে সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে তিনি জানান। সম্প্রতি সিরিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫