আমেরিকার স্বার্থে ওপেক’কে ব্যবহার করছে রিয়াদ ও আবু ধাবি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i64345-আমেরিকার_স্বার্থে_ওপেক’কে_ব্যবহার_করছে_রিয়াদ_ও_আবু_ধাবি_ইরান
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আমেরিকার স্বার্থে ওপেক’কে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকে নিযুক্ত ইরানের প্রতিনিধি হোসেইন কাজেমপুর আরদেবিলি এই অভিযোগ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ০৮:৫৯ Asia/Dhaka
  • হোসেইন কাজেমপুর আরদেবিলি
    হোসেইন কাজেমপুর আরদেবিলি

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আমেরিকার স্বার্থে ওপেক’কে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকে নিযুক্ত ইরানের প্রতিনিধি হোসেইন কাজেমপুর আরদেবিলি এই অভিযোগ করেছেন।

তিনি রোববার বলেন, সৌদি আরব ও আরব আমিরাত ওপেক’কে আমেরিকার ক্রীড়নকে পরিণত করেছে এবং এর ফলে এই সংস্থার স্বকীয়তা শেষ হয়ে যেতে বসেছে।  আরদেবিলি বলেন, একটি সংস্থা হিসেবে ওপেক নিজের পরিচিতি হারিয়ে ধীরে ধীরে একটি ফোরামের আকার ধারণ করছে।

২০১‌৭ সালে ওপেকভুক্ত এবং ওপেক বহির্ভূত তেল উৎপাদনকারী দেশগুলো তেল উত্তোলনের সর্বোচ্চ সীমার ব্যাপারে যে সমঝোতায় পৌঁছেছিল তা ভেঙে পড়তে যাচ্ছে বলেও তিনি সতর্ক করে দেন। ইরানের প্রতিনিধি বলেন, ইরাক, আলজেরিয়া ও নাইজেরিয়াসহ কিছু দেশ এরইমধ্যে ওই সীমা লঙ্ঘন করে নিজেদের প্রতিশ্রুত মাত্রার চেয়ে অনেক বেশি তেল উত্তোলন করছে।

আবু ধাবির যুবরাজ শেখ মুহাম্মাদ বিন জায়েদ ও সৌদি রাজা সালমান (ডানে)

হোসেইন কাজেমপুর আরদেবিলি আরো বলেন, এভাবে অতিরিক্ত তেল উৎপাদন করলে বৃহৎ শক্তিগুলো তেলের ভাণ্ডার গড়ে তুলবে এবং এই পণ্যের মূল্য নির্ধারণে ওপেকের আর কোনো ভূমিকা থাকবে না। ঠিক এ কারণেই তেল উত্তোলনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন। ওপেকে নিযুক্ত ইরানের প্রতিনিধি বলেন, সৌদি আরব ও রাশিয়া আন্তর্জাতিক বাজারে ইরানের তেলের ঘাটতি পূরণের চেষ্টা করছে।

আগামী নভেম্বরে ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। এ কারণে নভেম্বর আসার আগেই যাতে অন্যান্য দেশ ইরানের তেলের ঘাটতি পূরণ করে সেজন্য মার্কিন সরকার ওপেকভুক্ত দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো স্বেচ্ছায় আমেরিকার সে আশা পূরণ করে দেয়ার চেষ্টা করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭