‘নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডার গোপন রাখতে ইরান বিরোধী অভিযোগ করছেন নেতানিয়াহু’
(last modified Sun, 30 Sep 2018 03:27:56 GMT )
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ০৯:২৭ Asia/Dhaka
  • সিবিএস টিভির \'ফেস: নেশন\' অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    সিবিএস টিভির \'ফেস: নেশন\' অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানে গোপন পরমাণু স্থাপনা রয়েছে বলে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, তেল আবিবের পরমাণু অস্ত্র ভাণ্ডার থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে ১৯৯২ সালে থেকে ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করে যাচ্ছেন নেতানিয়াহু।

নিউ ইয়র্কে আমেরিকার সিবিএস নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন জারিফ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বহুবার ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী জারিফ। তিনি বলেন, নেতানিয়াহুর এ ধরনের কথাবার্তার কোনো প্রমাণ আইএইএ পায়নি।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী বারবার ভুল করছেন বলে উল্লেখ করেন জাওয়াদ জারিফ।

জাতিসংঘে দেয়া বক্তব্যে ইরানের কথিত গোপন পারমাণবিক গুদামের ছবি দেখাচ্ছেন নেতানিয়াহু

নেতানিয়াহু বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কিছু ছবি প্রদর্শন করে দাবি করেন, রাজধানী তেহরানের কাছে একটি গোপন পরমাণু স্থাপনা গড়ে তুলেছে ইরান। ইহুদিবাদী ইসরাইলের কাছে থাকা শত শত পরমাণু অস্ত্রের কথা চেপে গিয়ে নেতানিয়াহু দাবি করেন, ওই স্থাপনায় পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি সেখানে একটি পারমাণবিক গুদামও তৈরি করেছে ইরান।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইরানের কথিত ওই গোপন পরমাণু স্থাপনার কথা তেল আবিবের পক্ষ থেকে আইএইএ’কে জানানো হলেও জাতিসংঘের ওই সংস্থা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।

নেতানিয়াহু এমন সময় এসব দাবি করলেন, যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এ পর্যন্ত ১২টি প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০

ট্যাগ