আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করতে পারবে না আমেরিকা: ইরান
-
লায়া জুনেদি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভাইস প্রেসিডেন্ট লায়া জুনেদি বলেছেন, আন্তর্জাতিক আইন ও অধিকার ইস্যুতে বিশ্বের সর্বোচ্চ আদালত হচ্ছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত। এই আদালতের রায় অমান্য করার অধিকার কোনো দেশের নেই। আন্তর্জাতিক বিচার আদালত আমেরিকার বিরুদ্ধে ইরানের দায়েরকৃত মামলার রায় ঘোষণার পর তিনি এ কথা বললেন।
আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালত হচ্ছে জাতিসংঘের একটি প্রতিষ্ঠান। কোনো দেশ এই আদালতের রায় বাস্তবায়ন না করলে ওই দেশ আইন লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হবে। লায়া জুনেদি হচ্ছেন ইরানের আইন ও অধিকার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট।
তিনি বলেন, হেগের আদালতের এই রায়ের ফলে ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের সদস্য দেশগুলো আরও বেশি আগ্রহী হয়ে উঠবে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোও ইরানের সঙ্গে সহযোগিতার জন্য আরও বেশি এগিয়ে আসবে।
আন্তর্জাতিক বিচার আদালতে ইরান যে অভিযোগ করেছে তাতে বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ১৯৫৫ সালে তেহরান-ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক সম্পর্ক সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করেছেন ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কোনো এখতিয়ার ওয়াশিংটনের নেই বলে অভিযোগে উল্লেখ করেছে তেহরান। অবিলম্বে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ জারি করতে আদালতের কাছে আর্জি জানিয়েছে ইরান।
আদালতের অস্থায়ী রায়ে ইরানের ওষুধ, খাদ্য ও বেসামরিক বিমান চলাচল খাতসহ কয়েকটি ক্ষেত্রে নিষেধাজ্ঞা স্থগিত করতে আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর অন্য সব সদস্যই সমঝোতা মেনে চলার প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প আন্তর্জাতিক এ চুক্তিকে মার্কিন স্বার্থবিরোধী বলে আখ্যা দিয়ে আসছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩