আকাশ প্রতিরক্ষায় ইরান এখন একটি বড় শক্তি: জে. হাতামি
https://parstoday.ir/bn/news/iran-i64913-আকাশ_প্রতিরক্ষায়_ইরান_এখন_একটি_বড়_শক্তি_জে._হাতামি
আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ইরান এখন একটি বড় শক্তিতে পরিণত হয়েছে। একথা বলেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ০৯, ২০১৮ ২২:৫৩ Asia/Dhaka
  • ইরানের বাবর-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    ইরানের বাবর-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ইরান এখন একটি বড় শক্তিতে পরিণত হয়েছে। একথা বলেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

তিনি বলেন, আজকে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলে প্রযুক্তি বিষয়ক অনেক গবেষণা কোম্পানি প্রতিরক্ষা শিল্পে একসঙ্গে কাজ করছে। তাদের সমন্বয়ের ফলে দেশের আকাশ প্রতিরক্ষা খাত এখন অনেক শক্তিশালী হয়েছে।  

জেনারেল আমির হাতামি জানান, শিগগিরি দেশীয় প্রযুক্তি ও নকশায় তৈরি হবে কোসার-৮৮ প্রশিক্ষণ বিমান যার প্রস্তুতি চলছে।

ইরানের তৈরি কাহের জঙ্গিবিমান

তিনি বলেন, বিমান শক্তি দেশের প্রতিরক্ষা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ ও জয়পরাজয় নির্ধারণকারী শক্তি। এ ক্ষেত্রে গত ৪০ বছরে ইরান অনেক উন্নতি করেছে এবং নানা রকমের রাডার, ড্রোন, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান বাহিনী গড়ে তুলেছে।

ইরান এরইমধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে। এছাড়া, আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে যে বাবর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে তা রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর কর্মকর্তারা।#

পার্সটুডে/এসআইবি/৯