ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করছে: প্রতিরক্ষামন্ত্রী
-
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করছে। এ কারণে ইরান নিরবচ্ছিন্নভাবে নিজের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
জেনারেল হাতামি শনিবার রাতে ইরানের নিউজ চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরো বলেন, শত্রুর সম্ভাব্য আগ্রাসন প্রতি করতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ামক ভূমিকা পালন করছে এবং এ কারণেই এই বিষয়ে আমেরিকা স্পর্শকাতর হয়ে পড়েছে।
তিনি মধ্যপ্রাচ্যে পশ্চিমা সেনা উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই সেনা উপস্থিতি এ অঞ্চলকে নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু উপহার দিতে পারেনি।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশ একটি নিরাপদ, স্থিতিশীল ও শক্তিশালী মধ্যপ্রাচ্য দেখতে চায়। এ অঞ্চলের দেশগুলোর উচিত পাশ্চাত্যের ওপর নির্ভরতা বাদ দিয়ে নিজেদের মধ্যে ঐক্য ও সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখা।
জেনারেল হাতামি ইরানের বিরুদ্ধে আমেরিকার ‘নিষ্ঠুর’ নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রতি ইঙ্গিত করে বলেন, মার্কিন সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করে ইরানি জনগণের ঐক্য ও সংহতিতে ফাটল ধরাতে চায়। কিন্তু এ কাজে ওয়াশিংটন সফল হবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪