ইরান-ইউরোপ আর্থিক লেনদেন ব্যবস্থা চালুর প্রক্রিয়া চলছে: কাসেমি
https://parstoday.ir/bn/news/iran-i66308
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইউরোপের সঙ্গে বিশেষ আর্থিক লেনদেন ব্যবস্থা 'এসপিভি' চালুর প্রক্রিয়া এখনও চলছে। বিশেষ কিছু কারণে এই ব্যবস্থা এখনও চালু করা সম্ভব হয় নি বলে তিনি জানান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৮ ১৬:৫৩ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইউরোপের সঙ্গে বিশেষ আর্থিক লেনদেন ব্যবস্থা 'এসপিভি' চালুর প্রক্রিয়া এখনও চলছে। বিশেষ কিছু কারণে এই ব্যবস্থা এখনও চালু করা সম্ভব হয় নি বলে তিনি জানান।

আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

বাহরাম কাসেমি আরও বলেছেন, ইরান বিশেষ আর্থিক লেনদেন ব্যবস্থাটি দ্রুত চালুর পক্ষে। তবে এটি চালুর জন্য একটি জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। পাশাপাশি এই ব্যবস্থা চালু না করার জন্য আমেরিকার পক্ষ থেকে সীমাহীন চাপ রয়েছে। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক কর্মকর্তা ব্রায়ান হুকের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে তিনি বলেছেন, ব্রায়ান হুক মাঝে মধ্যেই শিশুসুলভ কিছু নাটক করেন। তার এসব বক্তব্যের বেশির ভাগেরই কোনো মূল্য নেই। এসব অযৌক্তিক বক্তব্য আসলে পাল্টা জবাব পাওয়ার মতো গুরুত্ব রাখে না। 

সম্প্রতি মার্কিন কর্মকর্তা ব্রায়ান হুক দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক উপায় অবলম্বনের বিষয়টিও তাদের বিবেচনায় রয়েছে। 

ইরানকে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পথ থেকে কেউ বিরত রাখতে পারবে না বলে বাহরাম কাসেমি আজ ঘোষণা করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩