ইরান বিরোধী নিষেধাজ্ঞায় শামিল হতে ফের ইউরোপের প্রতি আমেরিকার আহ্বান
(last modified Tue, 04 Dec 2018 13:22:17 GMT )
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৯:২২ Asia/Dhaka

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক ইরান বিরোধী নিষেধাজ্ঞায় শামিল হওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি এক সংবাদ সম্মেলনে ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে বলেছেন, আমরা চাই ইউরোপও ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলুক যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে টার্গেট করা হয়েছে। আমেরিকা ও ইউরোপ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অভিন্ন হুমকি বলে মনে করে বলে দাবি করে তিনি আরো বলেন, ইউরোপ জানে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করছে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে হুমকি হিসেবে অভিহিত করে মার্কিন নিষেধাজ্ঞায় শামিল হওয়ার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানান। তিনি দাবি করেন, ইরান পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এর আগে ওয়াশিংটন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার আগে ইয়েমেন থেকে রিয়াদে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের টুকরা দেখিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, এটা ইরানের তৈরি। একই সঙ্গে, তিনি ইয়েমেনের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনের জন্যও তেহরানকে অভিযুক্ত করেন।

এদিকে, মার্কিন প্রশাসন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে হুমকি হিসেবে তুলে ধরার মিশন নিয়ে ইউরোপ, রাশিয়া ও চীনে একের পর এক প্রতিনিধি দল পাঠাচ্ছে। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে মার্কিন মিথ্যাচার এখন সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে। জাতিসংঘ মহাসচিবের ভারপ্রাপ্ত মুখপাত্র ফারহান খান বলেছেন, ইয়েমেন থেকে সৌদি আরবে যে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে তা যে ইরানেরই তৈরি এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রভাবশালী মার্কিন সাময়িকী ফরেন পলিসি ম্যাগাজিনে লেখা হয়েছে, ট্রাম্প প্রশাসন ক্ষেপণাস্ত্র বিষয়ে ইরানের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে তার প্রতি জাতিসংঘের সমর্থন নেই এবং ইয়েমেন থেকে সৌদি আরবে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি বলে যে দাবি করা হচ্ছে তা নিঃসন্দেহে আমেরিকার তৈরি।

পর্যবেক্ষকরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে ব্যাপক প্রচার প্রপাগান্ডা চালানো হলেও বাস্তবতা হচ্ছে আত্মরক্ষা দেশটির ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান উদ্দেশ্য। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এ ব্যাপারে বলেছেন, শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমাদের সমর শক্তিকে দুর্বল করার সুযোগ কাউকে দেয়া হবে না।

আমেরিকা এখন ইউরোপের নজরকে পরমাণু সমঝোতা থেকে সরিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য তৎপরতার দিকে নিবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে ইউরোপকে পরিষ্কার বার্তা দেয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকাসহ পাশ্চাত্যকে সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপের চেষ্টা এমন একটি স্বপ্ন যা কখনোই বাস্তবায়িত হবে না।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৪  

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন