ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধার করুন: পাক পার্লামেন্ট স্পিকারকে লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i66414-ইরানি_সীমান্তরক্ষীদের_উদ্ধার_করুন_পাক_পার্লামেন্ট_স্পিকারকে_লারিজানি
ইরানের জাতীয় সংসদ স্পিকার আলী লারিজানি তার দেশের অপহৃত সীমান্তরক্ষীদের উদ্ধারে পদক্ষেপ নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে তেহরান সফররত পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার শুক্রবার লারিজানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৮, ২০১৮ ০৬:৪৭ Asia/Dhaka
  • ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধার করুন: পাক পার্লামেন্ট স্পিকারকে লারিজানি

ইরানের জাতীয় সংসদ স্পিকার আলী লারিজানি তার দেশের অপহৃত সীমান্তরক্ষীদের উদ্ধারে পদক্ষেপ নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে তেহরান সফররত পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার শুক্রবার লারিজানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই আহ্বান জানান।

লারিজানি বলেন, আঞ্চলিক দেশগুলোর সুসম্পর্ককে টার্গেট করেছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো কাজেই সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরান ও পাকিস্তানের উচিত পরস্পরকে আরো বেশি সহযোগিতা করা।

আলী লারিজানির সঙ্গে করমর্দন করছেন আসাদ কায়সার

গত ১৫ অক্টোবর পাকিস্তান-ভিত্তিক একটি জঙ্গি গোষ্ঠী ইরানের ১২ সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায়। এরপর দু’দেশের ব্যাপক চেষ্টার পর জঙ্গিদের হাত থেকে  পাঁচ সীমন্তরক্ষীকে মুক্ত করা সম্ভব হলেও এখনো সাত ইরানি সৈন্য পাকিস্তানের অভ্যন্তরে পণবন্দি হয়ে আছেন।

পাক পার্লামেন্ট স্পিকারের সঙ্গে সাক্ষাতে লারিজানি দু’দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি ইঙ্গিত করে সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে আসাদ কায়সার ইরান-পাক সম্পর্ককে অত্যন্ত ঘনিষ্ঠ আখ্যায়িত করে বলেন, ইরানের সঙ্গে আন্তরিক সম্পর্ককে ইসলামাবাদ নিজের জন্য গৌরবজনক বলে মনে করে। পাকিস্তান সরকার সকল ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা আরো শক্তিশালী করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮