আপনি অন্ধ হলে 'ভি আর গ্লাস’ অর্থহীন: বোল্টনকে জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i67184-আপনি_অন্ধ_হলে_'ভি_আর_গ্লাস’_অর্থহীন_বোল্টনকে_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে লক্ষ্য করে বলেছেন, আপনি অন্ধ হলে ‘ভারচুয়াল রিয়েলেটি গগলস’ পরা অর্থহীন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৯ ১৪:৫১ Asia/Dhaka
  • ‘ভারচুয়াল রিয়েলেটি গগলস’ পরা জন বোল্টন (ডান থেকে দ্বিতীয়)
    ‘ভারচুয়াল রিয়েলেটি গগলস’ পরা জন বোল্টন (ডান থেকে দ্বিতীয়)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে লক্ষ্য করে বলেছেন, আপনি অন্ধ হলে ‘ভারচুয়াল রিয়েলেটি গগলস’ পরা অর্থহীন।

গত রোববার ফিলিস্তিনের অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে ইহুদিদের পবিত্র স্থাপনা ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শনের সময় বোল্টন ওই গগলস পরেন এবং ইসরাইলের কয়েকজন কর্মকর্তার সঙ্গে ছবি তোলেন। গণমাধ্যমে প্রকাশিত এ ছবি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জাওয়াদ জারিফ তার টুইটার পেইজে বলেন, “বলা হয় একটি ছবি হাজার কথা প্রকাশ করে। আমাদের অঞ্চলে আমেরিকার কয়েক দশকের ব্যর্থ নীতি সম্পর্কে এই ছবি হাজার শব্দের চেয়েও বেশি কথা বলছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

জারিফ আরো বলেন, “অন্ধ উপত্যকায় ভারচুয়াল গগলস পরা ব্যক্তিরাও অন্ধ।” একথা দিয়ে তিনি মূলত মধ্যপ্রাচ্যের ইতিহাস ও ফিলিস্তিনিদের ঐতিহাসিক দাবি উপেক্ষা করার বিষয়ে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের অন্ধ নীতিকে তুলে ধরেছেন।  বায়তুল মুকাদ্দাস সফরের সময় বোল্টনের সঙ্গে ছিলেন ইসরাইলের নিরাপত্তা উপদেষ্টা মির বেন শাব্বাত, ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রন ডারমার এবং আমেরিকায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান।#

পার্সটুডে/এসআইবি/৮