গাজার প্রতিরোধ আন্দোলনের সমর্থনে ইরানে সম্মেলন অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/iran-i67500-গাজার_প্রতিরোধ_আন্দোলনের_সমর্থনে_ইরানে_সম্মেলন_অনুষ্ঠিত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সামরিক আগ্রাসন প্রতিরোধ ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরানে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২১, ২০১৯ ১৫:২০ Asia/Dhaka
  • গাজা উপত্যকার প্রতিরোধ বিষয়ক সম্মেলন
    গাজা উপত্যকার প্রতিরোধ বিষয়ক সম্মেলন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সামরিক আগ্রাসন প্রতিরোধ ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরানে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‘প্রতিরোধের প্রতীক গাজা’ শীর্ষক সম্মেলনটি গতকাল (রোববার) ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়। ইরানের তিনটি সংস্থার সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে দেশটির ভাইস প্রেসিডেন্ট আলী আকবর সলেহি বক্তব্য রাখেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল শুধুমাত্র আগ্রাসী ও নিষ্ঠুর নীতি অনুসরণ করছে কিন্তু এই দখলদার শক্তির ভাগ্যে পতন ছাড়া আর কিছু নেই।

সম্মেলনে বক্তব্য রাখেন আলী আকবর সালেহি

আলী আকবর সালেহি আরো বলেন, “অবৈধ ইসরাইল সরকারের হত্যাযজ্ঞ ও দমন-পীড়নের মুখে ফিলিস্তিনের প্রতিরোধ শক্তি বিজয় অর্জন করবে -এতে আমাদের কোনা সন্দেহ নেই।” তিনি বলেন, কয়েকটি আরব দেশ বিশেষ করে মিশর জাতীয়তাবাদের ভিত্তিতে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন সমস্যার সমাধানের চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এর বিপরীতে সাম্প্রতিক দশকে গাজার প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন