ইরানে হামলার কুচিন্তা থাকলে আমেরিকা অনুতপ্ত হবে: জেনারেল বাকেরি
https://parstoday.ir/bn/news/iran-i67696-ইরানে_হামলার_কুচিন্তা_থাকলে_আমেরিকা_অনুতপ্ত_হবে_জেনারেল_বাকেরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ হাসান বাকেরি বলেছেন, ইরানে হামলা করার কোনো কুচিন্তা যদি আমেরিকা ও ইসরাইলের থেকে থাকে তাহলে তাদের জানা উচিত আমাদের পাল্টা জবাবে তারা অনুতপ্ত হবে। তিনি আজ (মঙ্গলবার) উত্তর-পশ্চিম ইরানের তাবরিজে 'শহীদ হাসান বাকেরি আফশোরদি' বিষয়ক জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৯ ১৬:৫৫ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ হাসান বাকেরি
    মেজর জেনারেল মোহাম্মাদ হাসান বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ হাসান বাকেরি বলেছেন, ইরানে হামলা করার কোনো কুচিন্তা যদি আমেরিকা ও ইসরাইলের থেকে থাকে তাহলে তাদের জানা উচিত আমাদের পাল্টা জবাবে তারা অনুতপ্ত হবে। তিনি আজ (মঙ্গলবার) উত্তর-পশ্চিম ইরানের তাবরিজে 'শহীদ হাসান বাকেরি আফশোরদি' বিষয়ক জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন।

মোহাম্মাদ বাকেরি আরও বলেছেন, ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরানের জনগণ নানা ষড়যন্ত্র মোকাবেলা করে আসছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। ক্যু করার ষড়যন্ত্র হয়েছে এবং বহু হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 

তিনি আরও বলেন, নানা ষড়যন্ত্র সত্ত্বেও ইরান গোটা অঞ্চলের বড় শক্তিতে পরিণত হয়েছে এবং এখন ইরানই হচ্ছে এ অঞ্চলের সবচেয়ে নিরাপদ দেশ। তবে ইরান সব সময় ন্যায়ভিত্তিক আচরণের পক্ষে এবং কোনো দেশের ভূখণ্ডের প্রতি লোভ নেই। 

দুই দিন আগেও ইরানের সামরিক বাহিনীর প্রধান বলেছেন, আগ্রাসনের আশঙ্কা দেখলে ইরান প্রয়োজনে আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে। তবে ইরান ইসলামি শিক্ষা ও আদর্শ মেনে চলে এবং কোনো দেশের সম্পদ ও ভূখণ্ডের প্রতি তাদের লোভ নেই।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯