আসাদের সঙ্গে জাহাঙ্গিরির বৈঠক: ‘সিরিয়ার পুনর্গঠনে পাশে থাকবে ইরান’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ইরানের সঙ্গে তার দেশের কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে পাশ্চাত্যের চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধের মোকাবিলায় দু’দেশ ব্যাপক লাভবান হবে।
সিরিয়া সফররত ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরির সঙ্গে মঙ্গলবার দামেস্কে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট আসাদ বলেন, সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশের হুমকি ও ষড়যন্ত্র নস্যাত করার জন্য দামেস্ক ও তেহরানকে আরো বেশি সক্রিয় হতে হবে।
সোমবার ইসহাক জাহাঙ্গিরি ও সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের উপস্থিতিতে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতামূলক বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ইরান ও সিরিয়াকে দুর্বল করে ফেলার পাশাপাশি এই দু’টি দেশের স্বাধীনচেতা নীতিকে পর্যুদস্ত করতে চায় পাশ্চাত্য। কিন্তু তাদেরকে সে সুযোগ দেয়া যাবে না। বাশার আসাদ বলেন, অতীতে কঠিন সময়ে পরস্পরের পাশে দাঁড়িয়েছে সিরিয়া ও ইরান। তিনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে ইরানের সরকারি ও বেসরকারি খাতগুলোকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সাক্ষাতে ইরানের ভাইস প্রেসিডেন্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সিরিয়ার সরকার ও জনগণকে অভিনন্দন জানান। যুদ্ধ শেষে সিরিয়ার চলমান পুনর্গঠন কাজে ইরান দেশটির পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০