‘বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা শত্রুর ষড়যন্ত্রের উপযুক্ত জবাব’
https://parstoday.ir/bn/news/iran-i68050
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকীতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে ইরানের বিরুদ্ধে শত্রুর সব ধরনের ষড়যন্ত্র নস্যাত হয়ে গেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ০৯:৪৯ Asia/Dhaka
  • শোভাযাত্রায় অংশগ্রহণের অবকাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিরক্ষামন্ত্রী হাতামি
    শোভাযাত্রায় অংশগ্রহণের অবকাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিরক্ষামন্ত্রী হাতামি

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকীতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে ইরানের বিরুদ্ধে শত্রুর সব ধরনের ষড়যন্ত্র নস্যাত হয়ে গেছে।

তিনি সোমবার রাজধানী তেহরানে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শত্রুরা আশা করেছিল বিপ্লব বার্ষিকীর অনুষ্ঠানে ইরানি জনগণ সাড়া দেবে না। কিন্তু তাদের সে আশা দুরাশায় পরিণত হয়েছে।

ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকীর শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণ করায় জেনারেল হাতামি ইরানের জনগণকে ধন্যবাদ জানান।

বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় জেনারেল জাফারি

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারিও সোমবার বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় জনতার কাতারে শামিল হন।এ সময় তিনি বলেন, ইরানের ইসলামি সরকার জনগণের পূর্ণ সমর্থন নিয়ে শত্রুর সব ষড়যন্ত্র নস্যাত করে বিশ্বে একটি প্রভাবশালী দেশ হিসেবে ভূমিকা রাখছে।

তিনি প্রতিরোধ আন্দোলনকে শত্রুর ষড়যন্ত্র মোকাবিলার একমাত্র উপায় হিসেবে বর্ণনা করে বলেন, ইরানের ইসলামি বিপ্লব বিশ্বের সাম্রাজ্যবাদী ও আধিপত্যকামী ব্যবস্থার মূলোৎপাটন করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২