ইরানে সন্ত্রাসী হামলায় জড়িতদের আস্তানা ধ্বংস করা হয়েছে: আইআরজিসি
(last modified Tue, 19 Feb 2019 01:21:57 GMT )
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ০৭:২১ Asia/Dhaka
  • আইআরজিসি
    আইআরজিসি

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে গত বুধবারের ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র গণসংযোগ বিভাগ এক তথ্য বিবরণীতে একথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনী রোববার রাতে সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারাভান ও খাশ শহরে হানা দিয়ে সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করেছে।  এ সময় এসব আস্তানায় অবস্থানরত তিন জঙ্গিকে আটক করা হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, সন্ত্রাসীদের আস্তানাগুলো থেকে ১৫০ কেজি ওজনের বোমা এবং ৬০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসী হামলায় আইআরজিসি'র ধ্বংসপ্রাপ্ত বাস

গত ‌‌১৩ ফেব্রুয়ারি ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জওয়ানদের বহনকারী একটি বাসে ভয়াবহ গাড়িবোমা হামলায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জেইশুজ জুলুম এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

আইআরজিসির গণসংযোগ বিভাগ আরো বলেছে, যেসব সন্ত্রাসীকে আটক করা হয়েছে তারা আইআরজিসি’র জওয়ানদের বহনকারী বাসে হামলার মূল পরিকল্পনা তৈরি করেছিল। ওই হামলার হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় চালানো এ হামলার তদন্তে ইসলামাবাদ প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে তথ্য বিবরণীতে আশা প্রকাশ করা হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯         

ট্যাগ