নতুন ফার্সি বছরে সকল সমস্যার সমাধান হবে: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i69024-নতুন_ফার্সি_বছরে_সকল_সমস্যার_সমাধান_হবে_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সৌরবর্ষ ১৩৯৮ সালের সূচনা তথা নওরোজ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২১, ২০১৯ ১৯:৩২ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সৌরবর্ষ ১৩৯৮ সালের সূচনা তথা নওরোজ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

যথারীতি ইরানের পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা (আ) কমপ্লেক্স থেকে তাঁর ওই বক্তব্য দেশি-বিদেশি মিডিয়ায় সরাসরি সম্প্রচার হয়েছে।

হাজার হাজার জনতা বিপ্লবের এই নেতার ভাষণ শোনার জন্য সমবেত হয়েছেন।

সর্বোচ্চ নেতা তাঁর ভাষণে বলেছেন, ইরানের ওপর শত্রুদের চাপিয়ে দেওয়া অর্থনৈতিক যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হবো। তবে অর্থনৈতিক যুদ্ধে সাফল্যের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি তিনি অর্থব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

নতুন ফার্সি বছরের ব্যাপারে সর্বোচ্চ নেতা বলেন: এই বছর হবে সুযোগ-সুবিধার বছর। নতুন ফার্সি বছরে সকল সমস্যার সমাধান হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ইতোপূর্বে সর্বোচ্চ নেতা নববর্ষ উপলক্ষে একটি বাণী দিয়েছেন। ওই বাণীতে তিনি নতুন ফার্সি বছরকে 'উৎপাদন বৃদ্ধি'র বছর হিসেবে ঘোষণা করেছেন। এরকম নামকরণের মাধ্যমে তিনি মূলত জাতীয় উৎপাদন আরও বাড়ানোর ওপরই গুরুত্বারোপ করেছেন।

একইসঙ্গে তিনি আজ ইমাম আলি (আ) এর জন্মদিন উপলক্ষেও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন