গোলান ইস্যুতে ট্রাম্প ঔপনিবেশিক মানসিকতার পরিচয় দিয়েছেন: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i69147-গোলান_ইস্যুতে_ট্রাম্প_ঔপনিবেশিক_মানসিকতার_পরিচয়_দিয়েছেন_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দখলীকৃত গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঔপনিবেশিক পদক্ষেপ নিয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) ইরানের নির্বাহী বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। রুহানির মতে, ট্রাম্প ঔপনিবেশিক মানসিকতার পরিচয় দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৬, ২০১৯ ১৮:২১ Asia/Dhaka
  • হাসান রুহানি
    হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দখলীকৃত গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঔপনিবেশিক পদক্ষেপ নিয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) ইরানের নির্বাহী বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। রুহানির মতে, ট্রাম্প ঔপনিবেশিক মানসিকতার পরিচয় দিয়েছেন।

রুহানি বলেন, ট্রাম্প আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে একতরফাভাবে অন্য একটি দেশের ভূখণ্ড গোলান মালভূমিকে দখলদার ইহুদিবাদী ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন। এটি একটি ঔপনিবেশিক পদক্ষেপ। বর্তমান শতাব্দিতে এই ধরণের পদক্ষেপের নজির নেই। 

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ঔপনিবেশিক আমলে কোনো কোনো শক্তিধর দেশ এ ধরণের অন্যায় পদক্ষেপ নিতো, কিন্তু বর্তমান যুগে এসেও এ ধরণের পদক্ষেপের কথা ভাবা যায় না।

শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রুহানির বৈঠক

ট্রাম্প গতকাল ওয়াশিংটনে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন। 

১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ গোলান মালভূমিকে দখল করে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬