তেহরান বুক গার্ডেন: গ্রন্থানুরাগী আর নওরোজ-অবকাশ যাপনকারীদের অনন্য মিলনমেলা
https://parstoday.ir/bn/news/iran-i69199-তেহরান_বুক_গার্ডেন_গ্রন্থানুরাগী_আর_নওরোজ_অবকাশ_যাপনকারীদের_অনন্য_মিলনমেলা
ইরানে চলছে এখন নওরোজের আমেজ। দীর্ঘ সরকারি ছুটির এই দিনগুলোতে ঘরে যে বসবে না কারও মন-এটাই স্বাভাবিক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৮, ২০১৯ ১৮:৪৬ Asia/Dhaka
  • তেহরান বুক গার্ডেন
    তেহরান বুক গার্ডেন

ইরানে চলছে এখন নওরোজের আমেজ। দীর্ঘ সরকারি ছুটির এই দিনগুলোতে ঘরে যে বসবে না কারও মন-এটাই স্বাভাবিক।

তবে গেল কদিন ধরে বিরূপ আবহাওয়া বেরসিকের মতো সবাইকে অন্তরীণ করে রেখেছে যার যার মহলে। আজ দিনভর সূর্যের হাসির উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে সবার চোখে মুখে। মনে পড়ে যায়:

"এসেছে নওরোজ, চলো এ বসন্ত লগনে

ঘর ছেড়ে বাঁধি ঘর সবুজ জঙ্গলে বনে"।

নওরোজের হাফত-সিন

নাহ, বনে যাবার এখন পরিবেশ নেই। হালকা ঠাণ্ডা যেমন আছে তেমনি কদিনের বৃষ্টিভেজা মাটির রস এখনও শুকিয়ে যায় নি। বরং এই সুন্দর সময়ে যাওয়া যেতে পারে তেহরানের বিখ্যাত 'বুক গার্ডেনে'। নাম গার্ডেন হলেও ইনডোর। হ্যাঁ! অনন্য সাধারণ এক আয়োজন এখানে।

ফেরদৌসির মহাকাব্য শাহনামা

লেখক-পাঠক আর গ্রন্থানুরাগীদের সহৃদয় সমাবেশ ঘটে এখানে। ঘটে আনন্দ আর সমৃদ্ধ ইরানি সংস্কৃতির অভিজাত মিলনমেলা। নওরোজের ছুটির অবকাশ যাপনের জন্য কিংবা শিশু-কিশোর-তরুণদের প্রয়োজনীয় সুস্থ বিনোদনেরও সুপরিকল্পিত আয়োজন রয়েছে এখানে।

স্কুল-কলেজ-ভার্সিটির ছাত্র আর অভিভাবকদের জন্য তেহরান বুক গার্ডেন একটি আরাধ্য স্থান।#

পার্সটুডে/নাসির মাহমুদ