ইরান-বিরোধী নিষেধাজ্ঞা: আমেরিকাকে ব্যাখ্যা দিতে বলেছে আইসিজে
(last modified Sun, 31 Mar 2019 09:19:39 GMT )
মার্চ ৩১, ২০১৯ ১৫:১৯ Asia/Dhaka
  • আন্তর্জাতিক বিচার আদালত
    আন্তর্জাতিক বিচার আদালত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপিত একতরফা নিষেধাজ্ঞার বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য আমেরিকাকে চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। আগামী ১৫ মে’র মধ্যে এ ব্যাখ্যা দিতে হবে। 

ইরানের সাধারণ মানুষের জন্য বেশ কিছু জরুরি মানবিক পণ্যের ওপরও আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ফলে অনেক ক্ষেত্রে প্রাণঘাতী রোগব্যাধির জন্য প্রয়োজনীয় ওষুধ আমদানি করতে পারে না তেহরান। মার্কিন নিষেধাজ্ঞার প্রেক্ষাপট এবং কবে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে- মূলত তারই ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত।

একটি চিঠির মাধ্যমে আদালত আমেরিকাকে ১৫ মে’র সময়সীমা জানিয়েছে। আদালতে নিযুক্ত ইরানের আইন বিষয়ক প্রতিনিধি মোহসেন মোহেব্বি গতকাল (শনিবার) বার্তা সংস্থা ইরনাকে একথা জানান। তিনি বলেন, ইরান-বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আদালত আগে যে নির্দেশ দিয়েছিল তার সর্বশেষ অবস্থা জানানোর জন্য ওয়াশিংটনকে বলেছে।  

গত অক্টোবর মাসে আন্তর্জাতিক বিচার আদালত ইরানের জন্য মানবিক পণ্য-সামগ্রীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আমরিকাকে নির্দেশ দিয়েছিল। তবে আমেরিকা এখনো সে নির্দেশ বাস্তবায়ন করে নি।#    

পার্সটুডে/এসআইবি/৩১