‘ইরান-রাশিয়া সহযোগিতা গণমাধ্যমের ওপর পশ্চিমা আধিপত্য কমাবে’
https://parstoday.ir/bn/news/iran-i69369-ইরান_রাশিয়া_সহযোগিতা_গণমাধ্যমের_ওপর_পশ্চিমা_আধিপত্য_কমাবে’
ইরান ও রাশিয়ার গণমাধ্যমের মধ্যে সহযোগিতা পশ্চিমা গণমাধ্যমের একাধিপত্যের অবসান ঘটাতে ‘কার্যকর ভূমিকা’ রাখবে বলে জানিয়েছেন ইরানের একজন সিনিয়র গণমাধ্যম কর্মকর্তা। রাশিয়া সফররত ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা পেইমান জেবেল্লি এ মন্তব্য করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ০৬, ২০১৯ ১১:৪৫ Asia/Dhaka
  • আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা পেইমান জেবেল্লি
    আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা পেইমান জেবেল্লি

ইরান ও রাশিয়ার গণমাধ্যমের মধ্যে সহযোগিতা পশ্চিমা গণমাধ্যমের একাধিপত্যের অবসান ঘটাতে ‘কার্যকর ভূমিকা’ রাখবে বলে জানিয়েছেন ইরানের একজন সিনিয়র গণমাধ্যম কর্মকর্তা। রাশিয়া সফররত ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা পেইমান জেবেল্লি এ মন্তব্য করেছেন।

তিনি শুক্রবার মস্কোয় রাশিয়ার বিশ্বখ্যাত নিউজ চ্যানেল রাশা টুডে বা আরটি’র ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্সি নিকোলোভের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। রাশিয়া ও ইরানের গণমাধ্যমের ওপর পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আরোপিত একই ধরনের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে জেবেল্লি বলেন, পাশ্চাত্যকে প্রতিহত করতে তেহরান ও মস্কো নিজেদের মধ্যে গণমাধ্যম সহযোগিতা শক্তিশালী করতে পারে।

আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের সিইও বলেন, ইরানের নিউজ চ্যানেল ‘প্রেস টিভি’ এবং লন্ডনভিত্তিক ইরানবিরোধী চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’র সঙ্গে পশ্চিমা দেশগুলোর আচরণে গণমাধ্যমের প্রতি তাদের ‘দ্বৈত ও পক্ষপাতদুষ্ট’ আচরণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

আরটি’র ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্সি নিকোলোভের সঙ্গে বৈঠকে আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা পেইমান জেবেল্লি

২০১৮ সালের সেপ্টেম্বরে ইরানবিরোধী একটি সন্ত্রাসীগোষ্ঠীর মুখপাত্রকে 'ইরান ইন্টারন্যাশনাল' চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে তার সাক্ষাৎকার প্রচার করা হয়। ইরানে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করার কিছুদিন পর ওই গোষ্ঠীর মুখপাত্রকে আমন্ত্রণ জানায় লন্ডনভিত্তিক চ্যানেলটি। ওই সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিহত ও অপর ৬০ জন আহত হয়েছিল।

অথচ ব্রিটিশ গণমাধ্যম নিয়ন্ত্রণ সংস্থা ‘অফকম’ ইরানবিরোধী চ্যানেলটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু এই ‘অফকম’ই ব্রিটেনে ইরানের প্রেস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে এবং রাশিয়ার আরটি’র বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। ফেসবুক এবং টুইটারও রেডিও তেহরান, পার্সটুডে ও প্রেস টিভিসহ ইরানের গণমাধ্যমগুলোর পেজগুলো একের পর এক বন্ধ করে দিচ্ছে।

সাক্ষাতে আরটি’র এমডি নিকোলোভ বলেন, পশ্চিমা দেশগুলো তার চ্যানেলের সাংবাদিকদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। সেইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আরটি’র পেজগুলো বন্ধ করে দিচ্ছে।

এর আগে গত বছর নিকোলোভের তেহরান সফরের সময় প্রেস টিভি ও আরটি নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করে। পেইমান জেবেল্লি ও অ্যালেক্সি নিকোলোভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই সমঝোতা স্মারকে সই করেছিলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৬