মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও মহাকাশে ৩টি স্যাটেলাইট পাঠাবে ইরান
(last modified Wed, 10 Apr 2019 08:02:40 GMT )
এপ্রিল ১০, ২০১৯ ১৪:০২ Asia/Dhaka
  • ইরানের রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে (ফাইল  ফটো)
    ইরানের রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরান চলতি ফার্সি বছরে মহাকাশে তিনটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এসব স্যাটেলাইট সম্পূর্ণভাবে দেশীয় নকশা ও পরিকল্পনায় তৈরি করা হয়েছে। মহাকাশ কর্মসূচির বিরুদ্ধে মার্কিন সরকার হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও ইরান এ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ আজারি জাহরোমি সুইজারল্যান্ডের জেনেভা শহরে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের শীর্ষ সম্মেলনের অবকাশে গতকাল (মঙ্গলবার) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাতকারে বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচি থেকে তেহরান মোটেই পিছিয়ে আসবে না। এসময় তিনি আবারো মার্কিন অভিযোগ নাকচ করেন। আমেরিকা অভিযোগ করে আসছে, স্যাটেলাইট কর্মসূচির আড়ালে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে।

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ আজারি জাহরোমি

মন্ত্রী বলেন, সাটেলাইট বহন করার জন্য ইরান বর্তমানে যে রকেট তৈরি করছে তা কোনো গোপন কিছু নয়। কারণ ইরান যদি কোনো ক্ষেপণাস্ত্র কর্মসূচি হাতে নিতে চায় তাহলে তা প্রকাশ্যেই করে থাকে।

ইরান নতুন করে যে তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে সেগুলো হচ্ছে নাহিদ-১, নাহিদ-২ এবং পার্স-১। ২০২০ সালের ২০ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে।#

পার্সটুডে/এসআইবি/১০