আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের ইউটিউব অ্যাকাউন্ট বন্ধের পদক্ষেপ স্বৈরাচারী: ইরান
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, ইউটিউবে আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের অ্যাকাউন্টগুলো বন্ধ করা স্বৈরাচারী পদক্ষেপ। গতকাল (শুক্রবার) গুগল কোম্পানি ইরানের প্রেসটিভি, হিসপান টিভি ও বার্তাসংস্থা ইরানপ্রেসের ইউটিউব অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে।
এর প্রতিক্রিয়ায় আজ পেইমান জেবেলি বার্তা সংস্থা ইরনা-কে বলেছেন, এ ধরণের ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও বিশ্ব কার্যক্রমের বিরুদ্ধে এ ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এবার কোনো পূর্বঘোষণা ও সতর্কবার্তা ছাড়াই এ পদক্ষেপ নিয়েছে গুগল।
তিনি বলেন, শুধু মিডিয়ার অ্যাকাউন্টগুলো নয় বরং আমাদের সাংবাদিকদের অ্যাকাউন্টগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পদক্ষেপ ভার্চুয়াল জগতের রীতি-নীতির বিরোধী।
জেবেলি বলেন, গুগলের মতো এসব প্রতিষ্ঠান বাক স্বাধীনতার কথা বললেও অন্যের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলো পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে বলে তিনি জানান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০