ইরানি তেলের বিকল্প নেই: তেলমন্ত্রী
(last modified Thu, 02 May 2019 03:09:59 GMT )
মে ০২, ২০১৯ ০৯:০৯ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী
    ইরানের তেলমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, আমেরিকার পাশাপাশি দু'টি প্রতিবেশী দেশ, ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার স্বপ্ন দেখছে তবে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। গতকাল (বুধবার) রাজধানী তেহরানে তেল-গ্যাস-পেট্রোকেমিক্যাল ও শোধন বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আঞ্চলিক কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই। কিন্তু দু'টি প্রতিবেশী দেশ নানা ধরণের বিবৃতি প্রকাশ ও নিজেদের তেল উত্তোলনের সক্ষমতা বড় করে তুলে ধরে আন্তর্জাতিক বাজারে ইরানের স্থান দখলের চেষ্টা করছে। কিন্তু অভিজ্ঞ মহল এটা ভালো করেই জানে যে, ওই দুই দেশের এ ধরণের সক্ষমতা নেই। তারা নিজেদের সক্ষমতা ও তেল রিজার্ভ নিয়ে বাগাড়ম্বর করছে। তারা মনস্তাত্ত্বিক তৎপরতা চালাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো ইরানের তেলের বিকল্প নেই। 

জাঙ্গানে বলেন, ইরান কখনোই তেলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে নি। যারা এমনটি করবে তাদেরকে এজন্য মূল্য দিতে হবে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ওপেকের প্রতিষ্ঠাতা দেশ ইরানের বিরুদ্ধে তেলকে হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণে এই সংস্থাটির মৃত্যু ঘটতে পারে। 

বিশ্ব বাজারে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি তেলের শূন্যতা দেখা দিলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তা পূরণের প্রতিশ্রুতি দিয়েছে বলে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২

ট্যাগ