‘বহু আগে বি-টিম পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে’
(last modified Sun, 12 May 2019 23:16:44 GMT )
মে ১৩, ২০১৯ ০৫:১৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার বর্তমান পদে নিয়োগ পাওয়ার আগে থেকেই ওয়াশিংটনকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নেয়ার পরিকল্পনা করেছিলেন।

জারিফ আরো বলেছেন, বোল্টনের পাশাপাশি সৌদি যুবরাজ বিন সালমান, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমিরাতের যুবরাজ বিন জায়েদের সমন্বয়ে গঠিত ‘বি-টিম’ অনেক আগেই পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পরিকল্পনা করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে এক টুইটার বার্তায় একথা জানান। ওই বার্তায় ‘বি-টিম’র এ সংক্রান্ত পরিকল্পনার দলিল উপস্থাপন করে ট্রাম্পকে উদ্দেশ করে জারিফ বলেন, আপনি তাকে (বোল্টনকে) ভাড়া করার আগেই জন বোল্টন ও  তার বি-টিম এই পরিকল্পনাটি করেছিল।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

জারিফ তার বার্তায় ২০১৭ সালে আমেরিকার ‘ন্যাশনাল রিভিউ ম্যাগাজিনে’ প্রকাশিত বোল্টনের লেখা একটি নিবন্ধ তুলে ধরেন যেখানে বোল্টন ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার উপায় বর্ণনা করেন। জন বোল্টন তখনো আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাননি।

ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে ইরানের ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

ওই ঘটনার প্রথম বার্ষিকীতে গত ৮ মে ইরান পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কথা ঘোষণা করে। এর আওতায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারী পানি মজুদ সংক্রান্ত প্রতিশ্রুতি ইরান আর মানবে না।  গত বুধবার প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরান আগামী দুই মাস সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিক্রি বন্ধ রাখবে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ