আমেরিকার কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ প্রতিহত করুন: প্রেসিডেন্ট রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার চিরতরে খর্ব করার লক্ষ্যে আমেরিকা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রণয়ন করেছে। এ পরিকল্পনার ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এটি প্রতিরোধ করে ফিলিস্তিনি জাতির অধিকার রক্ষা করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
বিশ্ব কুদস দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রুহানি শুক্রবার মক্কা নগরীতে অনুষ্ঠিত জরুরি বৈঠকে অংশগ্রহণকারী মুসলিম নেতাদের কাছে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানান।
বার্তায় তিনি বলেন, যখন মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে মুসলমানদের মধ্যে কঠিন ঐক্য ও সংহতি থাকা প্রয়োজন তখন দুঃখজনকভাবে মুসলিম বিশ্বে বিভাজন সৃষ্টির অপতৎপরতা চোখে পড়ছে। ফিলিস্তিন সমস্যা থেকে মুসলিম বিশ্বের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বে এ অপতৎরতা চলছে বলে প্রেসিডেন্ট রুহানি উল্লেখ করেন।
আমেরিকা ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দির কথিত সেরা চুক্তি নামক যে পরিকল্পনা তৈরি করেছে সে ব্যাপারে ‘যথাযথ প্রতিক্রিয়া’ না দেখানোর জন্য তিনি মুসলিম দেশগুলোর সমালোচনা করেন। বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জাতির আশা-আকাঙ্ক্ষা চিরতরে মুছে ফেলে অন্যান্য মুসলিম দেশের ওপর আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করার লক্ষ্যে এ পরিকল্পনা তৈরি করা হয়েছে।
প্রেসিডেন্ট রুহানি মুসলিম বিশ্বের বর্তমান কঠিন সময়ে নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র ভয়াবহ ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১