পরমাণু সমঝোতা রক্ষায় ফ্রান্সের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনায় লারিজানি
(last modified Sun, 16 Jun 2019 00:22:27 GMT )
জুন ১৬, ২০১৯ ০৬:২২ Asia/Dhaka
  • শনিবার তেহরানে ফরাসি সংসদ সদস্য ডি ফারনেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পার্লামেন্ট স্পিকার লারিজানি
    শনিবার তেহরানে ফরাসি সংসদ সদস্য ডি ফারনেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পার্লামেন্ট স্পিকার লারিজানি

২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ফ্রান্সের সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। তিনি বলেছেন, ওই সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ইউরোপের পক্ষ থেকে যে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা চালু করার উদ্যোগ নেয়া হয়েছিল তা এখনো ‘কাগজে-কলমে’ রয়ে গেছে; বাস্তবে প্রয়োগ হয়নি।

ইরান সফররত ফরাসি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ম্যারিলি ডি সারনেজ’র সঙ্গে শনিবার তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে প্যারিসের ওই সমালোচনা করেন লারিজানি। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্টকে একাধিকবার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও প্যারিস পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।  

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ইউরোপীয়রা ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের লক্ষ্যে ইন্সটেক্স নামক যে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছে তা এখনো আলোর মুখ দেখেনি। গত জানুয়ারি মাসে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ওই বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা চালু করা হবে বলে ইরানকে জানিয়েছিল।

একইসঙ্গে লারিজানি ফ্রান্সের সঙ্গে তার দেশের অর্থনৈতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ফ্রান্স গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি সংসদ সদস্য ডি সারনেজ ইরানের সঙ্গে তার দেশের সংসদীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, কঠিন সময়ে ইরান ও ফ্রান্সের সংসদ সদস্যরা দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করতে পারে।  ইরানের পরমাণু সমঝোতার প্রতি প্যারিসের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে ডি সারনেজ বলেন, এ সমঝোতা সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফ্রান্স বদ্ধপরিকর।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৬

ট্যাগ