ট্যাংকারে হামলার সঙ্গে আমেরিকা জড়িত থাকতে পারে: ইরান
(last modified Sun, 16 Jun 2019 10:19:28 GMT )
জুন ১৬, ২০১৯ ১৬:১৯ Asia/Dhaka
  • লারিজানি
    লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ওমান সাগরে দু'টি তেল ট্যাংকারে নাশকতার সঙ্গে আমেরিকা জড়িত থাকতে পারে। এর মাধ্যমে আমেরিকা হয়তো ইরানের ওপর চাপ বাড়াতে চায়। তিনি আজ (রোববার) সংসদে এ কথা বলেন।

লারিজানি বলেন, হামলা চালিয়ে অন্যের ওপর দোষ চাপানোর রেকর্ড রয়েছে। এর আগে আমেরিকা এ ধরণের অনেক পদক্ষেপ নিয়েছে। বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের কাছাকাছি এলাকায় নিজেদের জাহাজগুলোতে হামলা চালিয়ে এর দায় জাপানের ওপর চাপিয়ে দিয়েছিল যাতে জাপানের সঙ্গে তাদের শত্রুতাকে যৌক্তিক হিসেবে তুলে ধরা যায়।  

তিনি বলেন, ওমান সাগরে বৃহস্পতিবারের ঘটনাও এ ধরণেরই একটি মার্কিন তৎপরতা হতে পারে। এ কাজ করা হতে পারে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিপূরক হিসেবে। কারণ আমেরিকা অর্থনেতিক নিষেধাজ্ঞার মাধ্যমে কিছু করতে পারে নি।

ইরানের সংসদ স্পিকার বলেন, আমেরিকা এখন একটি বেহায়া রাজনৈতিক চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে যারা আগ-পিছ হিসাব না করে কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমেরিকা কূটনৈতিক পন্থার কথা বলছে। তিনি বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে তাদের ভাষায় সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা কি কূটনৈতিক পদক্ষেপ?#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ