আমেরিকা প্রমাণ করেছে তারা আলোচনায় বিশ্বাসী নয়: ইরান
-
জাহাঙ্গিরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে প্রমাণ করেছে তাদের কাছে আন্তর্জাতিক রীতি-নীতি, সংলাপ ও আলোচনার কোনো গুরুত্ব নেই। দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকার অন্যায়ভাবে সরে যাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
ইরানের পশ্চিমাঞ্চলীয় যানজন প্রদেশ সফরের সময় গতকাল (মঙ্গলবার) তিনি সাংবাদিকদের আরও বলেন, বর্তমানে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে। তবে অতীতেও ইরান প্রমাণ করেছে হুমকির ভাষা ব্যবহার করে ইরানকে নতজানু করা যায় না।
যানজন প্রদেশের প্রতিরোধমূলক অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে জাহাঙ্গিরি আরও বলেন, আমেরিকা নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতিকে দুর্বল করতে চায়। তবে সুখকর বিষয় হলো ব্যাপক চাপ ও হুমকি থাকার পরও ইরান অন্যান্য দেশের মতো বিদেশি ঋণের জালে আবদ্ধ হয়ে পড়ে নি এবং অন্যান্য অনেক দেশের তুলনায় ইরানের সম্পদও বেশি।
তবে ইরানকে আয়ের নতুন উৎস তৈরি করতে হবে জানান জাহাঙ্গিরি।
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, ইরান হচ্ছে বিশ্বের শক্তিশালী, বৃহৎ ও অভিজ্ঞ একটি দেশ। এদেশের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি ও সভ্যতা। এই উজ্জ্বল পরিচিতি ও সুনাম রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে।#
পার্সটুডে/সোহেল ্আহম্মেদ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।