ইখওয়ান নেতা মুরসি'র মৃত্যু; কী বলছে ইরান?
(last modified Wed, 19 Jun 2019 17:18:31 GMT )
জুন ১৯, ২০১৯ ২৩:১৮ Asia/Dhaka
  • আব্বাস মুসাভি
    আব্বাস মুসাভি

মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যু দুঃখজনক ও কষ্টদায়ক।

তিনি মিশরের নির্বাচনে মুরসির প্রতি গণরায়ের প্রসঙ্গে টেনে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান মিশরের মহান ও সাহসী জাতির রায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানায় এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত ডক্টর মোহাম্মদ মুরসির মৃত্যুতে ইরান দেশটির জনগণ, মরহুমের পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছে।

তিনি বলেন, মরহুম মুরসির জন্য আল্লাহর কাছে মাগফিরাত ও রহমত কামনা করছি। একইসঙ্গে মরহুমের আত্মীয়-স্বজনরা যাতে তাদের প্রিয় মানুষকে হারানোর কষ্ট সহ্য করতে পারেন ও ধৈর্য ধরতে পারেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করছি। পাশাপাশি মিশরের মহান জাতির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। 

মোহাম্মদ মুরসি

মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গত সোমবার দেশটির আদালতের মধ্যে মারা যান। আদালতে বিচার চলাকালীন সময়েই হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। সংবাদে বলা হয়েছে, আদালতের এজলাসেই হঠাৎ পড়ে গিয়ে তিনি মারা যান। মুরসির বয়স হয়েছিল ৬৭ বছর।

দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১১ সালে মিশরের ইতিহাসে অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন মুরসি। কিন্তু তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ  আস-সিসি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ