ড্রোন উড়েছিল আমিরাত থেকে; চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71415-ড্রোন_উড়েছিল_আমিরাত_থেকে_চার্জ_দ্য_অ্যাফেয়ার্সকে_তলব_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (শনিবার) তেহরানে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে আগ্রাসী তৎপরতায় সহযোগিতার প্রতিবাদ জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২২, ২০১৯ ১৮:৫৬ Asia/Dhaka
  • মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ
    মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ

ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (শনিবার) তেহরানে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে আগ্রাসী তৎপরতায় সহযোগিতার প্রতিবাদ জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বলেছে, আমেরিকার যে ড্রোনটি ইরানের আকাশসীমায় ভূপাতিত করা হয়েছে তা সংযুক্ত আরব আমিরাত থেকে উড়ে এসে ইরানের সীমানায় প্রবেশ করেছিল। ইরানের পানি, স্থল ও আকাশসীমা লঙ্ঘনের জন্য বিজাতীয় বাহিনীকে সহযোগিতা করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোনো দেশই এর দায় এড়াতে পারে না।

ইরানের আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ গতকাল বলেছেন, বৃহস্পতিবার রাত ১২টা ১৪ মিনিটে আরব আমিরাতের একটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন গোয়েন্দা ড্রোনটি আকাশে ওড়ে। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোর চারটায় আমাদের সীমানায় প্রবেশ করে।  

তিনি বলেন, ড্রোনটিকে ভূপাতিত করার আগে কয়েক বার সতর্ক করা হয়। সর্বশেষ ভোর ৩টা ৫৫ মিনিটে আমরা সতর্কবার্তা পাঠাই। এরপরও ড্রোনটি আমাদের সীমানায় প্রবেশ করা থেকে বিরত না থাকায় ভোর চারটা পাঁচ মিনিটে সেটাকে আঘাত করা হয়।

ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকেও ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের আনুষ্ঠানিক প্রতিবাদ মার্কিন সরকারকে জানাতে বলেছে তেহরান। তেহরানে নিযুক্ত সুইস দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনার দায়িত্বে রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।