জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i72081-জাতিসংঘ_মহাসচিবের_সঙ্গে_বৈঠক_করলেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। বৈঠকে মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
জুলাই ১৯, ২০১৯ ১৯:০৬ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ (বামে) ও অ্যান্তোনিও গুতেরেস
    জাওয়াদ জারিফ (বামে) ও অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। বৈঠকে মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া, জাতিসংঘে ইরানি মিশনের ওপর মার্কিন সীমাবদ্ধতা আরোপ, মধ্যপ্রাচ্য অঞ্চলের উত্তেজনা এবং পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন থেকে ইরানের সরে যাওয়া প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে এ বৈঠকে। এর পাশাপাশি জিব্রাল্টার প্রণালীতে ইরানি তেলবাহী সুপার ট্যাংকার আটক, সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তান ইস্যু নিয়েও আলোচনা হয়।

গত রোববার ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ জাতিসংঘের অর্থনৈতিক ও সামজিক পারিষদের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান। এ সফরের সময় মার্কিন সরকার তার চলাচলের ওপর সীমাবদ্ধতা আরোপ করে। জাওয়াদ জারিফ জাতিসংঘ ভবন থেকে ২৫ কিলোমিটারের বাইরে যেতে পারবেন না বলে মার্কিন সরকার জানায়।

নিউ ইয়র্ক থেকে জাওয়াদ জারিফ ভেনিজুয়েলা যাবেন। সেখানে ন্যাম সম্মেলনে যোগ দেয়ার পর তিনি দক্ষিণ আমেরিকার দেশ নিকারাগুয়া ও বলিভিয়া যাবেন।#      

পার্সটুডে/এসআইবি/১৯