পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম দেশগুলোর সরকার বা রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি গতরাতে (রোববার রাতে) মুসলিম নেতাদের কাছে পাঠানো এক অভিনন্দনবার্তায় তাদেরকে কুরবানির ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, কুরবানির ঈদ আমাদেরকে মহান আল্লাহর আদেশ বিনাবাক্যব্যয়ে মেনে নেয়ার শিক্ষা দেয়।
মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আধিপত্যকামী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে বলে শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট রুহানি আশা প্রকাশ করেন। তিনি বলেন, আর সেটি করা সম্ভব হলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে ন্যায় ও ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী হবে।
সিরিয়া, ফিলিস্তিন ও আফগানিস্তানসহ বিশ্বের বেশ কিছু মুসলিম দেশে গতকাল রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এ ছাড়া, আজ (সোমবার) ইরান, পাকিস্তান, ভারত ও বাংলাদেশসহ আরো অনেক দেশে কুরবানির ঈদ উদযাপিত হবে।এই ঈদ বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম ঈদ হিসেবে পরিচিত।#
পার্সটুডে/এমএমআই/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।