ইসরাইল ও আমেরিকাকে প্রত্যাখ্যান করুন: ঈদের জামাতে ইরানি আলেমের আহ্বান
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রাজধানী তেহরানের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ে। তাতে ইমামতি করেন হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি।
তিনি ঈদের নামাজের খুতবায় বারাআতের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, মুশরিকদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আর গোটা বিশ্বের মুশরিকদের নেতৃত্বে রয়েছে রক্তপিপাসু আমেরিকা। তিনি দখলদার ইসরাইল ও আমেরিকার প্রতি ঘৃণা প্রকাশ ও তাদেরকে প্রত্যাখ্যানের জন্য সবার প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে তিনি হজে এবং হজের পরেও সব সময় ও সর্বত্র ফিলিস্তিনের প্রতিরোধী ও নির্যাতিত মানুষের নাম স্মরণ করার আহ্বান জানান। ফিলিস্তিনিদের প্রতি সর্বতো সমর্থন ও তাদের প্রতি সম্মান জানানোর জন্যও সব মুসলমানের প্রতি আহ্বান জানান ইরানের এই বিশিষ্ট আলেম।
ইরানের সর্বোচ্চ নেতার হজবাণীর কথা উল্লেখ করে তিনি বলেন, বারাআত বা মুশরিকদেরকে প্রত্যাখ্যানের বিষয়টি হজ মৌসুম ও মিকাত বা ইহরাম বাঁধার নির্ধারিত স্থানকে ছাড়িয়ে সারা বিশ্বের মুসলিম অধ্যুষিত সব দেশ ও শহরে বিস্তৃত করতে হবে এবং হাজিদের বাইরেও তা সব শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা শুধু একদিন বা এক সপ্তাহের জন্য নয়। সব সময় সর্বাবস্থায় বারাআতের বিষয়টি মনে রাখতে হবে এবং কার্য ক্ষেত্রে এর প্রমাণ দিতে হবে।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।