জিব্রাল্টার ছাড়তে ইরানি তেল ট্যাংকারের দেরি হচ্ছে; মেরামত প্রয়োজন
(last modified Fri, 16 Aug 2019 18:27:05 GMT )
আগস্ট ১৭, ২০১৯ ০০:২৭ Asia/Dhaka
  • ইরানের তেলবাহী সুপারট্যাংকার গ্রেস-১
    ইরানের তেলবাহী সুপারট্যাংকার গ্রেস-১

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলবাহী সুপারট্যাংকার গ্রেস-১ ব্রিটিশ শাসিত জিব্রাল্টার থেকে শুক্রবার রওয়ানা দেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব হয় নি। ট্যাংকারের ক্যাপ্টেনের প্রতিনিধিত্বকারী আইনজীবী রিচার্ড উইলকিনসন একথা জানিয়েছেন।

এর আগে, ইরানের প্রেসটিভি জানিয়েছিল- ট্যাংকারটি নড়াচড়া করতে শুরু করেছে,  কিছুক্ষণের মধ্যে জিব্রাল্টার থেকে যাত্রা শুরু করবে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে জাহাজটির চিমনি দিয়ে ধোঁয়া বের হচ্ছে।

আইনজীবী রিচার্ড উইলকিনসন বার্তা সংস্থা এপি-কে বলেন, আটকের আগে জিব্রাল্টার বন্দরে জাহাজটি কিছু মেরামতের কাজ করতে চেয়েছিল কিন্তু আটকের ঘটনায় তা বাধাগ্রস্ত হয়েছে। এখন মুক্তির পর প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষে জাহাজটি তার গন্তব্যে রওয়ানা দেবে। তবে জাহাজটি কোথায় যাবে তা পরিষ্কার নয়।

এর আগে, মার্কিন সরকারের বিরোধিতা সত্ত্বেও ট্যাংকারটিকে জিব্রাল্টারের আদালত আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়। গত ৪ জুলাই ব্রিটিশ নৌবাহিনী সিরিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অজুহাতে জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের তেলবাহী ট্যাংকারটি আটক করে।

বৃহস্পতিবার জিব্রাল্টারের সুপ্রিম কোর্টের আদেশে তেল ট্যাংকারটি ছেড়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে জিব্রাল্টারের সুপ্রিম কোর্ট মার্কিন চাপ ও অনুরোধ উপেক্ষা করেছে। আমেরিকার বিচার বিভাগ জিব্রাল্টার সরকারের কাছে ইরানি তেল ট্যাংকার না ছাড়ার জন্য আবেদন জানিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/১৬

ট্যাগ