আগ্রাসী শক্তি আমেরিকাই পশ্চিম এশিয়ায় উত্তেজনা সৃষ্টির মূল হোতা: শামখানি
https://parstoday.ir/bn/news/iran-i72951-আগ্রাসী_শক্তি_আমেরিকাই_পশ্চিম_এশিয়ায়_উত্তেজনা_সৃষ্টির_মূল_হোতা_শামখানি
ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মার্কিন চাপের কাছে তাঁর দেশ কখনোই নতি স্বীকার করবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২০, ২০১৯ ১৫:৩৯ Asia/Dhaka
  • আলি শামখানি
    আলি শামখানি

ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মার্কিন চাপের কাছে তাঁর দেশ কখনোই নতি স্বীকার করবে না।

ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আলি শামখানি মার্কিন এনবিসি নিউজের সাথে আলাপকালে আরও বলেন, আগ্রাসী শক্তি আমেরিকাই পশ্চিম এশিয়ায় উত্তেজনা সৃষ্টির মূল হোতা। বিগত চল্লিশ বছর ধরে ইরানের বিরুদ্ধে আমেরিকা যত ষড়যন্ত্র করেছে জনগণের ঐক্য ও সংহতিপূর্ণ সহযোগিতার কারণে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট যতই পীড়াপীড়ি করুক আর সাধ্যমতো চাপ সৃষ্টি করুক ইরানকে নতজানু করতে পারবে না এবং ইরান পরমাণু বিষয়ক আলোচনার টেবিলে ফিরবে না।

সিরিয়া ও ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মার্কিন প্রচারণার বিপরীতে শামখানি বলেন সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে ধ্বংস বরে ইরানই এ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মৌলিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শাখানি বলেন, ইরান পরমাণু বোমা তৈরি করবে না কারণ ইসলামে এটি হারাম। তাছাড়া পরমাণু বোমা ইসরাইলের মতো দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নি।

এনবিসি নিউজকে তিনি আরও বলেন, আমেরিকা এবং তাদের মিত্ররা ইরানের সঙ্গে সামরিক সংঘাতে লিপ্ত হলে করুণ পরিস্থিতির মুখে পড়বে তারা। কেননা ইরানের হাতে রয়েছে অসংখ্য ব্যবস্থা ও সরঞ্জাম।#

এনএম/পার্সটুডে/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।